নাজিরহাটে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ
499 total views, 1 views today
কপিল দেব কোঙার, ওয়েষ্ট বেঙ্গল রিপোর্ট, দিনহাটাঃ- মদ মুক্ত সমাজ গড়তে গতো ১২ ই জুলাই শুক্রবার সাহেবগঞ্জ থানার পুলিশের কড়া প্রচেষ্টায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা পাচারকারী দুই ব্যাক্তিকে বিপুল পরিমান গাঁজা ভর্তি একটি স্কোর্পিয় গাড়ি সহ গ্রেফতার করেছেন।গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার WB 64D 8792।গাড়িটিকেও সিজ করা হয়েছে।
নাজিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার মনসব শেওড়াগুরি গ্রামে তাদেরকে একেবারেই হাতেনাতে ধরেছেন ‘সাব ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় চক্রবর্তী’।
ধৃতদের নাম নিতাই দেবনাথ বয়স ৫০, পিতা নিশিকান্ত দেবনাথ, অন্যজন পরেশ চন্দ্র পাল ,বয়স ৫৯,পিতা মৃতঁ হারান চন্দ্র পাল ঠিকানা গ্রাম+পোষ্ট-মহাদেবপুর, থানা-হরিণঘাটা, নদীয়া জেলায়।
তাদের কাছে ঐ গাড়িটি তল্লাশি করে আনুমানিক ৫০ কেজি ৪০০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে এবং তাদের মাদক দ্রব্য পাচারের বিরুদ্ধে NDPS অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।