বিশ্বের অর্থনীতিতে, সমাজ নির্মাণে নারীর অবদান অনস্বীকার্য
458 total views, 1 views today
অয়ন নাইডু , ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,আলিপুরদুয়ার ঃ-বিশ্বের অর্থনীতিতে, সমাজ নির্মাণে নারীর অবদান অনস্বীকার্য। তবে স্বীকার করতেই হবে এ দেশে নারী এখনো ব্যাপক বৈষম্য-বঞ্চনা, নিপীড়ন-নির্যাতনের শিকার। পরিবার, সমাজ, বাইরের কর্ম জগৎ সর্বত্র অধিকার আদায়ে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে নারীকে। সামাজিক অবক্ষয়, ধর্মান্ধতা এবং অশিক্ষার কারণেও নারী তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কর্মক্ষেত্রে নারীর মজুরি নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য আমরা দেখছি। এ ছাড়া যৌতুক, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, এসিড নিক্ষেপ,নারী পাচার,ধর্ষণ ও হত্যার ঘটনা ক্রমেই বাড়ছে।
বন্ধ করতে হবে সব ধরনের নারী নির্যাতন, নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর জন্য নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার,দরকার নারীকে তার অধিকার সম্পর্কে অবগত ও শিক্ষিত করার।


সেই লক্ষকে সামনে রেখে আজ আন্তর্জাতিক নারী দিবসে স্বপ্ন_তরী এর পক্ষ থেকে ছুটে গিয়েছিল কালচিনির রাজাভাত চা-বাগানে। সেখানে মহিলা ও শিশুদের নিয়ে আজ আয়োজন করা হয়েছিল আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর। মেয়েদের ও মহিলাদের অধিকার, বাল্য বিবাহ, শিশু শ্রম ও মানব পাচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর বর্তমান ভারতে মহিলাদের অবস্থা,ভালো -খারাপ স্পর্শ ও অন্যান্য বিষয়ে ভিডিও দেখানো হয়।
মেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে তাদের মধ্যে খাতা,কলম ইত্যাদি বিলি করা হয়। চা-বাগানের শিশু ও মহিলাদের উৎসাহ দেখে আনন্দিত ও অভিভূত।
আজকের এই অনুষ্ঠান কে সার্থক করে তুলতে সাহায্য করে SECURE HAND NGO এর সদস্যরা। আমরা যারা “অর্ধেক আকাশের লড়াই লড়ছি তাড়া মনেকরি নারী-পুরুষের সম্মিলিত অঙ্গীকারই গড়ে তুলতে পারে সমতার বিশ্ব।