কামাখ্যাগুড়ি তে তৃনমূল এর দখল করা পার্টি অফিস পুনরায় সিপিএমের দখলে
319 total views, 1 views today
অয়ন নাইডু,ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,আলিপুরদুয়ার . কামাখ্যাগুড়ি 1 নং লোকাল সিপিএম কমিটির কার্যালয় গতো 2016 সালে বিধানসভার ফল প্রকাশিত হবার পর তৃণমূল দলের থেকে জবরদখল করে তাদের দলীয় কার্যালয়ে পরিনত করে । আজ পার্টির কুমারগ্রাম পশ্চিম এলাকা কমিটির উদ্যোগে রক্ত পতাকা উত্তোলন ও শহিদ স্মরণে শ্রদ্ধা জানিয়ে TMC র থেকে দখলমুক্ত করা হয় এবং এই অফিসে এলাকা কমিটির সভা অনুষ্ঠিত হয় । অফিস দখলমুক্ত করতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ভিষন উৎসাহ লক্ষ্য করা যায় । আজকের কর্মসূচিতে সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যুত গুন, জেলা কমিটির সদস্য ও এরিয়া সম্পাদক বীরেন বর্মন, জেলা কমিটির সদস্য চানু সরকার , এরিয়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।