তামাকজাত দ্রব্য বর্জন নিয়ে প্রচারে নামলো লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল
13,146 total views, 1 views today
মিল্টন সরকার, আলিপুরদুয়ার,কালচিনিঃ গোটা দেশ জুড়ে যেভাবে বেড়ে চলছে তামাক সেবনকারীর সংখ্যা তা সত্যিই ভাবার বিষয়।
ক্ষতির কথা জেনেও মানুষের মধ্যে সচেতনতার অভাব যথেষ্ট পরিমানে লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে বেড়ে চলছে ফুসফুসের বিভিন্ন রোগ, গলার ক্যান্সার এর মতো মারাত্মক রোগ।
এই নিয়ে গতকাল ৩১ শে মে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে পালিত হল “ওয়ার্ল্ড নো টোবাকো ডে”।
এই দিনটিতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে র্যালি করা হয়ে থাকে। হাসপাতাল চত্বর থেকে এই র্যালি শুরু হয়ে কালচিনি বিডিও অফিস পর্যন্ত চলে।

ঐ দিন উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মরত সকল ককর্মচারীবৃন্দ, নাগরিক যুব মঞ্চের সদস্যগন এবং আশাকর্মীবৃন্দ।
সুস্বাস্থ্যের জন্য তামাকজাত দ্রব্য বর্জন নিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয় এই র্যালি তে।