আলিপুরদুয়ারে স্বপ্ন তরীর উদ্যোগে স্বাস্থ্য শিবির
299 total views, 1 views today
নিজস্ব প্রতিবেদন, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,আলিপুরদুয়ার ঃ-আলিপুরদুয়ার বীরপাড়া এলাকার দুঃস্থ মানুষদের কাছে চিকিৎসা পৌছে দেওয়ার জন্য স্বাস্থ্য শিবির আয়োজন করল স্বপ্ন তরী নামক একটি স্বেচ্ছা সেবী সংস্থা। কলকাতার ডক্টরস ফর ডেমোক্রেসি এর চিকিৎসকদের সাহায্যে অনুষ্ঠিত এই ক্যাম্পে ২৫০ জন মানুষকে পরিসেবা দেওয়া হয়। আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত ডাঃ নবনীতা চ্যাটার্জী- শিশু রোগ বিশেষজ্ঞ শ্যামা ভট্টাচার্য- সাধারন চিকিৎসক অলোক রায় চৌধূরী অর্থোপেডিক সার্জেন শিপ্রা রায় চৌধূরী-গাইনি।