ছাত্র ব্লকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির দিনহাটায়
708 total views, 1 views today
মিল্টন সরকার, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট ,দিনহাটা ২৬শে জুনঃ“রক্তদান মহৎ দান” সেই উদ্যেশ্য কে সামনে নিয়ে সারা ভারত ছাত্রব্লকের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দিনহাটায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
গতকাল ২৫ শে জুন দিনহাটার সাহেবগঞ্জ রোডের মহেশ্বরী ভবনে রক্তদান শিবির এর আয়োজন হয়। সকাল ১০ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা ছাত্র ব্লকের সদস্য অম্বরিশ বর্মন। দিনহাটা হাসপাতাল থেকে রক্ত সংগ্রহ করা হয়। প্রায় ৫০ জন এর মত রক্তদাতা ঐদিনের অনুষ্ঠানে রক্তদান করেন।

উপস্থিত ছিলেন সারাভারত ফরওয়ার্ড ব্লক এর কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর,
ছাত্র নেতা গোবিন্দ দাস, শুভ রায়, স্নেহাশিস রায়, অর্কপ্রভ রায়, পীযুষ বর্মন প্রমুখ রা উপস্থিত ছিলেন।

প্রায় ৬বছর পর আবার দিনহাটার বুকে সক্রিয় ভাবে কাজ শুরু করলো ছাত্র ব্লক।