চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরে এবিভিপিভের ডেপুটেশন
491 total views, 1 views today
মিল্টন সরকার , ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট, দিনহাটা ঃ-দিনহাটা ২নং ব্লকের চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্দিরে বিভিন্ন দাবি নিয়ে আজকে ডেপুটেশন জমা দিলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চৌধুরীহাট শাখা।
আজ সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত চ্যাটার্জি মহাশয়ের কাছে দাবি গুলি জানানো হয় এবং তার কাছে লিপি জমা দেওয়া হয়।
চৌধুরীহাট শাখার এবিভিপি এর সভাপতি প্রীতম সাহা এবং সহ সভাপতি রাকেশ বর্মন এই ডেপুটেশনে নেতৃত্ব দেন। তাদের সাথে প্রায় ৪০-৫০ জন এবিভিপির সদস্য আজ উপস্থিত ছিলো।
এবিভিপি এর দাবী গুলো হলো-
১.বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন।
২.বিদ্যালয়ে পানীয় জলের মানোন্নয়ন।
৩.বিদ্যালয়ে খেলাধুলা ও সংস্কৃতির দিকে লক্ষ্য দেওয়া।
৪.বিদ্যালয়ের পঠনপাঠনে শিক্ষক-শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন।
৫.মিড ডে মিলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা
৬.বিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।
বেশ কিছুক্ষণ ধরে প্রধান শিক্ষক জয়ন্ত চ্যাটার্জির আলাপ আলোচনার পর তিনি বলেন যে
“বিষয় গুলির দিকে নজর দিয়ে খুব দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”।