মশাবাহিত জীবাণু দমনের লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু করলো ব্লক প্রশাসনের তত্ত্বাবধান দল
479 total views, 1 views today
মিল্টন সরকার , ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট, ৫ ই জুলাই ঃ-দিন দিন মশাবাহিত জীবাণুর পরিমান বেড়েই চলেছে। সেই বিষয়ে মানুষকে সচেতন করা এবং মশাবাহিত জীবাণু দমনে পদক্ষেপ গ্রহন করলো দিনহাটা ২নং ব্লক প্রশাসন। ব্লকের তত্তাবধানকারী একটি দল গ্রাম পঞ্চায়েত এর বিভিন্ন এলাকা ঘুরে সার্ভে করেন। বাড়ির আশেপাশের এলাকা যাতে সবসময় পরিস্কার থাকে, কোন জায়গায় যেন জল জমতে না পারে এবং রাতে অবশ্যই মশারী টানিয়ে ঘুমাতে হবে এই বিষয় গুলি কে নিয়ে সচেতন বার্তা দেওয়া হয়।
দিনহাটা ২নং ব্লক উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্ত জানান ” ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি দল বিভিন্ন জায়গায় সচেতন বার্তা প্রচার এবং মশাবাহিত জীবাণু দমনে স্প্রে করা হচ্ছে। এছাড়াও বৃক্ষরোপন এবং কিছুদিনের মধ্যেই গাপ্পি মাছ ছাড়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।”