কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত হল আজ
400 total views, 1 views today
কপিল দেব কোঙার, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,দিনহাটা,১৯শে সেপ্টেম্বর ঃঃঃ-মাননীয়া পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর নির্দেশে আজ বৃহস্পতি বার বেলা সাড়ে তিনটা নাগাদ কোচবিহার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে গোটা জেলার রেজিস্টার প্রাপ্ত ক্লাব সদস্যদের নিয়ে আজকের এই সাধারণ সমন্বয় সভা সম্পাদিত হয়।
উপস্থিত ছিলেন কোচবিহার জেলার পুলিশ সুপার ও কোচবিহার জেলা অন্তর্গত সমস্ত মহকুমা থানা ও,সি এবং আই,সি বিভিন্ন স্তরের ,এস, আই দের দেখা গিয়েছে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ মহাশয় এবং সেই কোচবিহার পৌর প্রধান ভুষন সিং ও বিধায়ক উদয়ন গুহ,মিহির গোস্বামী,জগদীশ বাসুনীয়া প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় ও কোচবিহার জেলা শাসক ডঃ কৌশিক সাহা সহ আরো বিভিন্ন স্তরের সম্মানিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
আজকের এই সভার মুল উদ্দেশ্য ছিল বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব।
অতএব এই এই উৎসবের কোথাও যেন কোনো সম্প্রতি ও শান্তি শৃঙ্খলার বিঘ্নিত না ঘটে সেই দৃষ্টিভঙ্গি রেখেই সমস্ত ক্লাব ও পূজা কমিটির সদস্য দের সজাগ ও সচেতনতা বাড়াতে বিশেষ কিছু নিয়ম শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ রাখার উদ্দেশ্যে এই সাধারন সমন্বয় সভা এবং যে সমস্ত ক্লাব সরকারি রেজিস্টার প্রাপ্ত রয়েছে তাদের মধ্যে ভালো ভালো সামাজিক কর্মসূচির সঙ্গে সর্বদাই যুক্ত এবং সমাজ সচেতনতা মুলক কার্যক্রমের সঙ্গে অবিরত রয়েছে সেই ক্লাব গুলো কে ২৫০০০ টাকার চেক প্রদান করা হলো আজ।