জলপাইগুড়ি ডুয়ার্স প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার পক্ষ থেকে সিলিং ফ্যান প্রদান
856 total views, 1 views today
অয়ন নাইডু, , ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,আলিপুরদুয়ার ঃ-গত ১৯ শে জুন বুধবার জলপাইগুড়ি ডুয়ার্স প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার লাগোয়া ঘাগড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়কে ৪ টি সিলিং ফ্যান প্রদান করা হয়।
উক্ত দিনে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সাগর দেব শিকদার, সংস্থার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী প্রীতম দেবনাথ ও অন্যান শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ।
সংস্থার পক্ষ থেকে শ্রী সাগর দেব শিকদার মহাশয় জানান – “আমাদের সংস্থার পাশেই অবস্থিত বিদ্যালয়টি, আগত গরমের কথা ভেবে সংস্থার মাননীয় সভাপতি শ্রী সন্দীপ খান মহাশয়ের নির্দেশানুসারে আমরা ৪ টি সিলিং ফ্যান বিদ্যালয়কে প্রদান করি।
সিলিং ফ্যান পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী বেশ খুশি বলে জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
