জলপাইগুড়ি জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার উদ্যোগে রক্তদান শিবির
5,366 total views, 1 views today
নিজস্ব প্রতিবেদন, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট ,আলিপুরদুয়ারঃ-জলপাইগুড়ি জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থার আয়োজনে প্রবল উৎসাহ ও উদ্দীপনায় রক্তদান কর্মসূচি সাফল্যের সঙ্গে পালিত হলো বেলাকোবায়। এই প্রশিক্ষণ সংস্থার ইতিহাসে এটাই প্রথম রক্তদান শিবির। এই শিবির করতে সহায়তা করে আলিপুরদুয়ার জেলা SWABDO ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক ও হাসপাতাল । মোট 20 জন পুরুষ ও 13 জন মহিলা শিক্ষার্থী রক্তদান করেন। ৮০% ই প্রথম বারের জন্য রক্তদান করেছেন।অধ্যক্ষ,অধ্যাপক,ও কর্মীবৃন্দ উৎসাহ নিয়ে এই শিবির এ অংশগ্রহণ করেন। প্রথমে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা সংকোচ থাকলেও ,ডাক্তার ও সেচ্ছাসেবি সংস্থা শব্দ এর সদস্যগনের প্রেরণায তারা রক্তদান কর্মসূচি তে এগিয়ে আসে ও সমাজসেবার এই মহতী প্রচেষ্টায় যোগদান করে । সার্থক এই রক্তদান শিবির প্রতি বছর পালিত হবে এই অঙ্গীকার করেন শিক্ষক শিক্ষার্থীরা।আজ মেয়েদের উৎসাহ ছিলো চোখে পরার মত। সবাইকে মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়।
