অন্ন বস্ত্র নয়, ছাত্র ছাত্রীদের দান করা হল বই পুস্তক
3,850 total views, 1 views today
মুতাহার কামাল,চোপড়া,ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,৫ই জানুয়ারিঃ ঃ- দারিদ্রতার কারনে আমাদের সমাজের দুস্থ পরিবারের ছেলে মেয়েরা লেখা পড়া থেকে বঞ্চিত হচ্ছে। অর্থের অভাবে খুব কম বয়সে লেখা পড়া বাদ দিয়ে পাড়ি দিতে হচ্ছে দেশবিদেশে। ধুলোয় মিশে যাচ্ছে তাদের স্বপ্ন, তাদের ফুলের মতো ছাত্র জীবন। এখনও আমাদের সমাজে এমন কিছু পরিবারের ছেলে মেয়ে রয়েছে যারা পড়াশোনায় খুবেই ভালো কিন্তু টাকার অভাবে ক্লাসের বই টুকু কেনার মতো ক্ষমতা নেই। বই কেনার টাকার অভাবে ছেড়ে দিতে হচ্ছে পড়াশোনা। এবার সেই দিক টিকে লক্ষ রেখেই দুস্থ গরীব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন চোপড়া ব্লকের টুপাই ঘোষ নামে এক যুবক। শনিবার দাসপাড়া ক্লাব মাঠে টুপাই ঘোষের উদ্দ্যোগে এদিন ১০০জন পড়ুয়াকে বই বিতরণ করা হয়। এদিনের বই বিতরণী অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানে চোপড়া ব্লকের বিভিন্ন বিদ্যালয় থেকে দুস্থ ছাত্রছাত্রীরা বই নেওয়ার জন্য ছুটে আসেন। এর পর তাদের এক এক করে সবার হাতে ক্লাসের পাঠ্য বই তুলে দেওয়া হয়। টুপাই ঘোষের এই উদ্দ্যোগকে সুস্বাগত জানিয়েছেন এলাকার শিক্ষানুরাগীরা ব্যক্তিরা। শিক্ষক সমরেন্দ্রনাথ দাস বলেন, আজকের দিনে মানুষ নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত কেউ কারো দিকে তাকায় না। মানুষের সেবা পরম ধর্ম। আজ তার পরিচয় পাওয়া গেল। মানুষকে অন্ন বস্ত্র দান করা মহান কাজ, কিন্তু ছাত্রছাত্রীদের বই দান করা জ্ঞানচক্ষু দানের সমান। এদিনের বই বিতরণী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মতামতেও টুপাই বাবুর বিশেষ প্রশংসা শোনা যায়। ছাত্রছাত্রীরা বলেন, বই পত্রের যা দাম কেনার সামর্থ থাকেনা আমাদের। কিন্তু আজ এখানে আমরা বিনা পয়সায় বই পাচ্ছি এর চেয়ে আনন্দের বিষয় হতে পারেনা। এই নিয়ে টুপাই ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দুস্থ ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আজ আমরা ১০০জন ছাত্রছাত্রীকে বই দি । স্কুলে ছাত্রছাত্রীরা যে সমস্ত বই পায়না, বাজার থেকে টাকা দিয়ে যে বইপত্র গুলি কিনে নিতে হয় তা আমরা বিতরণ করছি। পঞ্চম থেকে দশম শ্রেণীর সব ক্লাসের বেশ কিছু বই সহ আমরা নোট বুক ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছি। খুবেই ভালো লাগছে দুস্থ ছাত্রছাত্রীদের হাতে এই টুকু করতে পেরে।
