জোর করে জয়হিন্দ ও জয়বাংলা স্লোগান | খবর সংগ্রহে গিয়ে শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
890 total views, 3 views today
নিজস্ব প্রতিবেদন, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট ঃ- ফের শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে উঠল হামলার অভিযোগ। রবিবার বারাসতে এই ঘটনার প্রতিবাদে সোমবার জেলাশাসকের অফিস ঘেরাওয়ের কর্মসূচি। উঠল খবর সংগ্রহে গিয়ে শাসকদলের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
সূত্রের খবর অনুযায়ী, মানুষকে জোর করে জয় হিন্দ আর জয় বাংলা বলাতে উদ্যোগী হয়েছে তৃণমূল, প্রথমে ঘটনাটি ছিল বিজেপির তরফে। কাটমানি ফেরত দিতে হবে, এই দাবিতে বারসত পুরসভার দুটি ওয়ার্ডে জয় শ্রীরাম ধ্বনি তুলে কাউন্সিলরদের অফিস ঘেরাও করে একদল লোক। একাংশের মতে এঁরা বিজেপির সমর্থক। সেখানে তৃণমূল সমর্থকরা গেলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
এই সংক্রান্ত খবর সংগ্রহে গেলেই সাংবাদিকদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। হামলাকারীরা তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে। সেখানে তাঁরা জয়হিন্দ এবং জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন বলে জানা গিয়েছে। কারও মুখ ফাটিয়ে দেওয়া হয়, কারও মোবাইল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মীরা সেখানে সাধারণ মানুষের ওপরও হামলা চালায় বলে অভিযোগ। সেখানে সবাইকে জয়হিন্দ এবং জয় বাংলা বলতে বাধ্য করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর যান সাংবাদিকরা। গত লোকসভা নির্বাচনে বারাসত লোকসভা তৃণমূলের দখলে গেলেও, বারাসত পুরসভার ৩৫ টি আসনের মধ্যে ২৮ টিতেই বিজেপি এগিয়ে ছিল।