রাতের শালবনী আলোয় উদ্ভাসিত হতে চলেছে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী র দেওয়া তহবিলে
469 total views, 1 views today
তন্ময় সিংহ, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,শালবনী,মেদিনীপুর,৯ ই ফেব্রুয়ারী ২০১৯ :- শালবনী বাসীর দীর্ঘদিনের চাহিদা ছিলো কলকাতার সাথে বাস যোগাযোগ এর। শালবনী পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি নেপাল সিংহ এর উদ্যোগে সাড়া দিয়েছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বাসটির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ঘোষনা করেছিলেন শালবনীর প্রধান এবং বাজার এলাকার রাস্তাগুতে পথবাতি লাগানোর । মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী তার প্রতিশ্রুতি রক্ষায় সদা তৎপর।

সেইমতো পরিবহন মন্ত্রীর ঘোষণার প্রথম পর্যায়ের পথবাতির কাজ শুরু হলো, প্রথম পর্যায়ে তিলাখুলা রেলগেট থেকে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত প্রথম পর্যায়ে পথবাতি বসানোর কাজ শুরু হলো পরবর্তী পর্যায়ে শালবনীর স্টেশনরোড , সুভাষপল্লি রোড , দুর্গামন্দি থেকে রেল গেট, চাকতারিনী বাজার রাস্তা এবং হাইস্কুল রাস্তায় পথবাতি বসানো হবে – প্রথম পর্যায়ের কাজ আগামী ১৫ দিনের মধ্যে সমাপ্ত হবে, এই কাজের জন্য বর্তমানে জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী কে। শালবনীর পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী ও বিডিও সঞ্জয় মালাকার পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানান। শালবনি ছাড়াও ব্লক এলাকার আরো অনান্য স্থানে পরবর্তীতে আলোকস্তম্ভ হবে বলে জানালেন শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও মন্ত্রীর একান্ত অনুগত সন্দীপ সিংহ মহাশয়।