রবিবার ফের সিবিআইয়ের তলব কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার কে
335,078 total views, 2 views today
কপিল দেব কোঙার, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,দিনহাটা ঃ-রবিবার ফের ডাকা হল কলকাতার পুলিশ কমিশনার রাজীবকুমারকে। তাঁকে এখনও জেরা করছেন সিবিআইয়ের অফিসারেরা । সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত কুনাল ঘোষও শিলংয়ে পৌঁছেছেন। তাঁকে রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা। এদিন সকালে শিলংয়ের সিবিআইয়ের দফতরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, তিনটে সেটে ২২ পাতার প্রশ্ন তৈরি করা হয়েছে। রাজীব কুমারের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের ২ জন সুপার ও সারদা কাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধন। শনিবার সকাল থেকেই শিলংয়ের ওকল্যান্ডে সিবিআই দফতরের সামনে মেঘালয় পুলিশের একটা বড় বাহিনী মোতায়েন রয়েছে। শুক্রবার বিকেলে রাজীব কুমার শিলংয়ের বিমানবন্দরে পৌঁছন। সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের অফিসার জাভেদ শামিম এবং মুরলীধর শর্মা। সঙ্গী ছিলেন রাজীব কুমারের আইনজীবী। রাজীব কুমার রয়েছে ত্রিপুরা ক্যাসলে।