তন্ময় সিংহ, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,খরগপুর,মেদিনীপুর ঃ-একদিকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী র নেতৃত্বে যখন খড়্গপুরে উপনির্বাচনে পদযাত্রা হচ্ছে, সেই সময়ই প্রার্থী প্রদীপ সরকার এর সমর্থনে খড়্গপুর বিধানসভার অন্তর্গত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি আলোচনা সভা হয়ে গেলো, মাননীয় জেলা সভাপতি অর্ঘ্য চক্রবর্তী মহাশয় এর নেতৃত্বে। এই শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজিত সভাতে এই উপনির্বাচনে তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি র তরফে খড়্গপুরের উন্নয়নের কান্ডারী পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে জোড়াফুল চিহ্নের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান উপ পৌরপ্রধান শেখ হানিফ মহাশয়। ছবিঃ তন্ময় সিংহ, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট, মেদিনীপুর
শিক্ষক সংগঠনের রাজ্য চেয়ারম্যান শ্যামপদ পাত্র, ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি স্থির করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি পলাশ সাধুঁখা, জেলার সাধারণ সম্পাদক সৌমিত্র চোঙদার ও অনিমেষ দে, রাজ্য প্রতিনিধি সৌমেন ঘোষ, মহকুমা কনভেনার তন্ময় সিংহ ও তমাল গাঙ্গুলি ও চক্র নেতৃত্ব রৌনক রায়, সমীর মন্ডল, রঞ্জন দে, সৌমিত্র ভুইয়া,দীপক বারিক, মন্মথ দে, অলোক বোস প্রমুখেরা। সংগঠনের সভাপতি অর্ঘ্য চক্রবর্তী মহাশয় উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানান, আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং আবেদন করেন প্রদীপ সরকারের প্রচারে অংশগ্রহণ করতে।
আমি-কপিল দেব কোঙার "ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট" অর্থাত "পশ্চিমবঙ্গ সংবাদ" অনলাইন পোর্টালের (C.E.O) Chief Executive officer.
●আপনিও হতে পারেন আপনার এলাকার সাংবাদিক।ছোটো বড়ো যেকোনো ঘটনা বা দুর্ঘটনা শুদ্ধ বাংলা তে লেখার অভিজ্ঞতা থাকলে আমাদের WhatsApp নাম্বার ৯৯৩৩৪৪২২৮৬ অথবা ইমেইল পাঠিয়ে দিন এবং সেই খবরটি আপনার নাম দিয়ে প্রকাশিত করা হবে।
আপনি যদি আমাদের এই-
"ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট" এর সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করুন-9933442286
আমাদের ওয়েব সাইট-www.westbengalreport.in