লোকসভা ভোটে তৃনমূল কংগ্রেসের প্রচারে যুব তৃনমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের শিক্ষক কনভেনশন ও প্রকাশ্য জনসভা শালবনীতে বৃহস্পতিবার
26,429 total views, 1 views today
তন্ময় সিংহ, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট,পশ্চিম মেদিনীপুর, ২৬ শে এপ্রিল ঃ-পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে তিনটি লোকসভার তৃনমুল কংগ্রেস প্রার্থীদের প্রচারের জন্য আগামী ২ রা মে বৃহস্পতিবার মমতা ব্যানার্জীর স্নেহধন্য পশ্চিমবঙ্গ তৃনমূল প্রাথমিক শিক্ষক সমিতি র রাজ্য সভাপতি ও পশ্চিমবঙ্গ যুব তৃনমুল কংগ্রেস এর রাজ্য সাধারন সম্পাদক শ্রী অশোক রুদ্র আসছেন শালবনীতে বলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃনমূল প্রাথমিক শিক্ষক সভাপতি অর্ঘ্য চক্রবর্তী জানালেন।


ঝাড়গ্রাম, মেদিনীপুর ও ঘাটাল লোকসভায় তৃনমুল প্রার্থীদের সমর্থনে শিক্ষক কনভেনশন ও প্রকাশ্য জন সমাবেশ অনুষ্ঠিত হবে তৃনমুল কংগ্রেস এর শালবনী ব্লক সভাপতি ও জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ এর নেতৃত্বে শালবনীতে। এছাড়াও উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে শ্রী কৃষ্নেন্দু বিষই, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতি ও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষ ও ব্লক এবং আঞ্চলিক তৃনমুল নেতৃত্বের, এদের মধ্যে অন্যতম
শ্রীমতি মিনু কোয়াড়ী, কাসেম খাঁন, বুলবুল হাজরা,লক্ষীকান্ত ঘোষ, অসিত ঘোষ, কৌশিক হাজরা, রামপদ মাহাত, নিতাই মাহাত, সঞ্জয় খামরই, কাঞ্চন চক্রবর্তী, নিবেদিতা ব্যানার্জী, উষা কুন্ডু, কৌশিক দোলই প্রমুখ। শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও রূপক রাই, সঞ্জীব কোলে,সুবল মন্ডল, শান্তনু দে প্রমুখেরা উপস্থিত থাকবেন। এই সভাটি সাফল্যমন্ডিত করতে বিশেষ ভূমিকা ও উদ্যোগ নিচ্ছেন সন্দীপ সিংহ, জেলা যুব তৃনমূল সাধারণ সম্পাদক। আনন্দপুর চক্রের তরফে অমর চৌধুরী এবং শালবনী সদর উত্তরের কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুতি মিটিং ও সভা চলছে রাজ্য সভাপতির এই সভাকে সফল করার জন্য। সভার মূল ব্যাবস্থাপক শালবনীর শিক্ষক সংগঠনের তরফে তন্ময় সিংহ সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শিক্ষার সাথে সংযুক্ত নেতৃত্ব কে যোগদানের আবেদন জানিয়ে সভাকে সাফল্যমন্ডিত করার আহ্বান জানান।