আরো একটি অঞ্চল দখল করে নিলো বিজেপি
43,550 total views, 1 views today
বিদ্যুত কান্তি বর্মন , ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট ,সিঙ্গিজানি, মাথাভাঙা, ২৪ জুন ঃ-হয়ে যাওয়া লোকসভা ভোটের পর থাকে কুচবিহারের অনেক জায়গার চলছে বিজিপির অঞ্চল দখল । আর সেই নিরিখ কে আজকে আনুষ্ঠানিক ভাবে মাথাভাঙ্গা 2 নং ব্লকের ফুলবাড়ী অঞ্চল দখল করে নিল বিজেপি।১৯জন তৃণমূল পঞ্চায়েত সদস্য মধ্যে ১৮জন বিজিপিত যোগ দানে এখন ফুলবাড়ী অঞ্চল বিজিপির দখলে। এই যোগ দান মিছিলে ছিল অনেক মানুষ। কোচবিহার জেলার বিজেপি সহ সভাপতি নিখিল রনঞ্জন দে, কনভেনার সুরথ বমন ,৫ন্ং মন্ডল সভাপতি বিশ্বরূপ রায় ,প্রধান ধনঞ্জয় অধিকারী আরো অনেকে।
