মর্নেয়া হরেন্দ্র নাথ ক্লাব এর উদ্যোগে বাল্যবিবাহ রোধ ও নারী ও শিশু কল্যাণ মুলক আইনি সচেতনতা শিবির
33,264 total views, 1 views today
নিজস্ব প্রতিবেদন, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট ঃ-
গতো কাল শরতের আগমনে মহা শষ্ঠি তিথি উপলক্ষে মর্নেয়া হরেন্দ্র নাথ ক্লাব সদস্যদের উদ্যোগে সন্ধ্যা বেলা ক্লাব দূর্গা পূজা মন্ডোপে বাল্যবিবাহ রোধ করার উদ্দেশ্যে ও নারী নির্যাতন এবং শিশু শ্রম রুখতে এবং গ্রামের সমস্ত মা বোনদের আইনি সচেতনতা বাড়াতে এই জনসচেতনতা শিবির এর আয়োজন করেছেন ক্লাব সদস্যরা।প্রদীপ উজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানা মেজো সাহেবা মাননীয়া পিংকি রায় মহাশয়া ও সহকর্মী এস,আই বাবলু রায় ও এ,এস,আই সৌভিক মিত্র এবং স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ অত্র এলাকার সকল বিশিষ্ট নাগরিক বৃন্দরা এবং ঐ এলাকার সমস্ত মহিলা ও সকল মা বোনেরা।

কালকের এই শিবিরে প্রশাসনের পক্ষ থেকে মেজো সাহেবা মাননীয়া পিংকি রায় কিছু সাবধান বাণী হিসেবে যেমন হেলমেট পরে দুইজনের বেশী বাইকে না ওঠা এবং বেপরোয়া ভাবে বাইক না চালানো, কোথাও অযথা হৈ হুল্লোর করে পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করা এবং বাল্যবিবাহে মদত না দেওয়া এবং নারীদের যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে সরাসরি তার সাথে যোগাযোগ করা ইত্যাদি ইত্যাদি সামাজিক বার্তা জানান।
ক্লাবের পক্ষ থেকে কপিল দেব কোঙার উৎপল রায় ও ইন্দ্রজিত রায় ও উদয় শংকর রায় সহ অন্যান্য সকল সদস্যদের পক্ষ থেকে জানা গিয়েছে যে আমরা ক্লাবের পক্ষ সর্বদাই সাধারন মানুষের যেকোনো বিপদের পাশে দাঁড়িয়ে নিজেকে সর্বদাই সৌভাগ্যবান মনে করি এবং ক্লাব কর্মসূচী হিসেবে সমাজ কে সহযোগিতা ও সচেতনতা বাড়ানোই আমাদের ক্লাব কতৃপক্ষের আশোল দ্বায়িত্ব এবং কর্তব্য।