টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি, বাজারে সিম আনবে সংস্থা
11,179 total views, 1 views today
প্রশান্ত দে, ওয়েস্ট বেঙ্গল রিপোর্ট ঃ- টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি। মোবাইলের জন্য সিম আনল এই সংস্থা। BSNL-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে তাদের সিম আনল পতঞ্জলি। তবে এখনি গ্রাহকেরা এই সিম পারছেনা আপাতত সংস্থার কর্মীদের মধ্যেই বিলি করা হবে এই সিম।
গতকাল BSNL-এর সঙ্গে গাঁটছড়া বাধে পতঞ্জলি। তাদের সিমের নাম দেওয়া হয়েছে ” স্বদেশি সমৃদ্ধি” । সিমে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। ১৪৪ টাকার রিচার্জে পাওয়া যাবে আনলিমিটেড কল, ২ GB ডেটা, ১০০টি SMS। পাশাপাশি আড়াই লাখ ও পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য এবং চিকিৎসা বিমাও পাওয়া যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে ।এছাড়াও যারা এই সিম ব্যবহার করবেন তারা সংস্থার পণ্যের উপর ১০ শতাংশ ছাড় পাবেন। দুই সংস্থার মধ্যে চুক্তির প্রসঙ্গে রামদেব বলেন, “BSNL হল স্বদেশি নেটওয়ার্ক। এটি বাজারে এলে এক হাজারেরও বেশি জায়াগায় সিমটি পাওয়া যাবে।” BSNL-এর পক্ষ থেকে সুনীল গর্গ বলেন, “এই সিম নিতে গেলে পতঞ্জলির কর্মীদের তাঁদের পরিচয়পত্র দেখাতে হবে। তারপরেই পাওয়া যাবে সিম।”